নাটোরে তুচ্ছ ঘটনায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে দেওয়ালে রং করাকে কেন্দ্র করে নারীসহ পাঁচজনকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে ১৭ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদ রানা।

পরে পুলিশ চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার দেরেশ আলীর ছেলে, জাহিদুল ইসলাম (৪২), রুহুল আমিন (৩৫), রুহুল আমিনের ছেলে রাব্বানি (১৭) এবং আব্দুল খালেক হটুর ছেলে মোস্তাকিন হোসেন (১৮) কে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর) মতিউর রহমানের বাড়ির দেওয়ালে রং করার সময় প্রতিবেশী দেরেশের ছেলে জাহিদুল ইসিলাম, রুহুল আমিন, রুহুল আমিনের ছেলে রাব্বানি এবং আব্দুল খালেক হটুর ছেলে মোস্তাকিনসহ কয়েকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হওয়ার সময় মতিউর রহমানের স্ত্রী শামীমা আক্তার সাথী (৩৫), সাথীর ভাই ডা. নাজমুল হাসান সজল (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫), মাসুদ রানার স্ত্রী কনা বেগম (২৮), মাসুদের ভাই মাহাবুর রহমানের (৩৬) ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। এদের মধ্যে ডা. নাজমুল, সাথী ও নাজমাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।