বড়াইগ্রাম উপজেলা যুবদল সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বকুল বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম মহল্লার মৃত শামসুদ্দিনের ছেলে।

তার ছোট ভাই মোস্তাইদুল হক বুুলু বলেন, বকুল দুপুরে গোপালপুর এলাকায় ব্যক্তিগত একটি কাজে যান। এসময় গোপালপুর মাদরাসা সংলগ্ন লিচুবাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, নাশকতার অভিযোগে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।