বড়াইগ্রাম উপজেলা যুবদল সম্পাদক গ্রেফতার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বকুল বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম মহল্লার মৃত শামসুদ্দিনের ছেলে।
তার ছোট ভাই মোস্তাইদুল হক বুুলু বলেন, বকুল দুপুরে গোপালপুর এলাকায় ব্যক্তিগত একটি কাজে যান। এসময় গোপালপুর মাদরাসা সংলগ্ন লিচুবাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, নাশকতার অভিযোগে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস