নাটোরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২৩

নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

মো. আহাদ আলী সরকার নাটোর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাতে শহরের দত্তপাড়া এলাকায় কয়েকজন ছেলে হাতে পিস্তল নিয়ে এসে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এসময় তাদের হাতে পিস্তল থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভয়ে সরে পড়েন। পরে ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ক্যাম্পে কিছুক্ষণ পর ট্রাক প্রতীকের প্রার্থীর পথসভা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর : সংঘর্ষে আহত ৫

এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার বলেন, বিষয়টি নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবহিত করেছি। এর আগেও নলডাঙ্গা উপজেলার মাধনগরে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। আজকের এ ঘটনায় পুলিশ তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, আমরা অন্য এক পথসভা থেকে জানতে পারি দত্তপাড়ায় আমাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছাই। প্রতিনিয়ত আমাদের ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।