অবশেষে ১১ এপ্রিল রাজিবপুরের ২ ইউনিয়নে নির্বাচন


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

আইনি বাধা না থাকায় আগামী ১১ এপ্রিল সোমবার রাজিবপুর উপজেলার স্থগিতকৃত ৩টি ইউনিয়নের মধ্যে ২টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন দুটি হচ্ছে কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়ন।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল কুদ্দুছ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কুদ্দুছ সরকার বলেন, এ পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ বৃহস্পতিবার উপজেলার এ ৩টি ইউনিয়নে নির্বাচনের কথা থাকলেও সীমানা নির্ধারণের বিষয়ে হাইকোর্টে মামলা মামলা করলে ১৩ মার্চ তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে আপিল করলে গত ২৪ মার্চ আদালত ৩টি ইউনিয়নের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এরই প্রেক্ষিতিতে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালক-২ উপসচিব মো. শামসুল আলম ৩ এপ্রিল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রাজিবপুর সদর ও কোদালকাটি, মোহনগঞ্জ ইউনিয়নের নির্বাচন করবার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।
 
তিনি জানান, উপজেলার মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে মোহনগঞ্জ ইউনিয়নে ১৬ হাজার ৫৬৬ জন, কোদালকাটিতে ১১ হাজার ৭৮৩ ও রাজিবপুর সদর ইউনিয়নে ২৪ হাজার ২৪০জন। তিন ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৩২টি। এরমধ্যে রাজিবপুর সদরে ১৪টি, কোদালকাটি ৯টি, এবং মোহনগঞ্জ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাজমুল/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।