অনুমতি ছাড়া সভা করে জরিমানা দিলেন স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুরে অনুমতি ছাড়া নির্বাচনী সভা করে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. আব্দুল্লাহকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য। এবার দলীয় মনোনয়ন চেয়েও পাননি। এতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড আমজাদ হোসেন বলেন, নির্বাচনী সভা করতে হলে রিটার্নিং কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু অনুমতি না নিয়েই ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ সভার আয়োজন করেন। ওই প্রার্থী নির্বাচনী আচরণবিধির বিধি ১০ (চ) লঙ্ঘনের অপরাধ করেছেন। এতে তাকে ১৮ বিধিতে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহর দুই কর্মী জানান, আব্দুল্লাহ রামগতির বড়খেরী গ্রামের বাড়িতে নির্বাচনী সভার আয়োজন করেন। আচরণবিধি অনুযায়ী সভা করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু তিনি নেননি। সভা চলাকালেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।