কক্সবাজার
নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার
কক্সবাজারে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তারা হলেন, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম। কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী শাহীন আক্তার বদির পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: নৌকা প্রার্থীর পক্ষে রঙিন ব্যানার, জরিমানা গুনলেন ব্যবসায়ী
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
টেকনাফ উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান ও রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম বলেন, বহিষ্কারের বিষয়ে এখনো কিছু জানি না।
গত ২০ ডিসেম্বর কক্সবাজার-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম