নৌকা প্রার্থীর পক্ষে রঙিন ব্যানার, জরিমানা গুনলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারের টেকনাফে নৌকার প্রার্থীর পক্ষে রঙিন ব্যানার, অন্যের ছবি ব্যবহার ও ব্যানারের সঠিক সাইজ ব্যবহার না করায় কালু মিয়া নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে টেকনাফ বাস স্টেশন এলাকায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এরফানুল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। কালু মিয়া নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আকতার বদি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর, জাপার প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম, ইসলামি ঐক্যজোট ওসমান গণি চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল নির্বাচনে অংশ নিচ্ছেন।

সায়ীদ আলমগীর/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।