নোয়াখালী-৩

স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থকদের হামলায় দুই সাংবাদিকসহ স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের ১২কর্মী আহত হয়েছেন। এসময় এটিএন বাংলার ভোটের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ ট্রাক মার্কার গণসংযোগ শেষে ফেরার পথে গাবুয়া বাজারে পৌঁছলে নৌকা সমর্থিত মামুনুর রশিদ কিরণের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় এটিএন বাংলার গাড়িসহ গণসংযোগের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় এটিএন বাংলার রিপোর্টার মো. নাজিবুর রহমান ও ক্যামেরাম্যান এইচ এম এহসান স্বজনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফররুখ আহমেদ, হুমায়ুন কবির, তোফাজ্জল হোসেন রিপন, ইফাজ, ইসমাইল, রুবেল, মো. রাশেদ, রায়হান, আপন ও প্রান্ত আহত হয়েছেন। তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ জাগো নিউজকে জানান, আমরা একলাশপুরের তুলাবাড়ি এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে চৌমুহনী ফেরার পথে গাবুয়া বাজারে পৌঁছলে নৌকা মার্কার সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে দুই সাংবাদিকসহ আমার ১০জন কর্মী মারাত্মক আহত হয়েছেন।

এটিএন বাংলার সাংবাদিক মো. নাজিবুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদের সাক্ষাৎকার নেওয়ার কিছুক্ষণ পর তাদের গাড়িবহরে একদল লোক হামলা করে। স্বতন্ত্র প্রার্থীকে তার লোকজন পার করে দিলে হামলাকারীরা আমাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে আমাদের গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ডা. এ বি এম জাফর উল্যাহ জাগো নিউজকে বলেন, জনসমর্থন হারিয়ে নৌকার প্রার্থী বেশামাল হয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট উৎসব করতে। কিন্তু মামুনুর রশিদ কিরণ আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করবো। প্রতিকার না পেলে আমরা ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবো।

ঘটনার সংবাদ পেয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব জাগো নিউজকে বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।