পদ হারিয়ে নেতা বললেন, জাতীয় পার্টি নোংরা, মনোনয়ন বাণিজ্য করে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (ঈগল) ভোট করায় পদ হারালেন জাতীয় পার্টি নেতা শেখ ফায়িজ উল্লাহ শিপন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সেলিনা ইসলাম কুয়েতে দণ্ডপ্রাপ্ত আলোচিত শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

দলের পদ-পদবি থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে শিপন বলেন, আমি নিজেই জাতীয় পার্টিকে তালাক দিয়েছি। এ দল নোংরা, তারা মনোনয়ন বাণিজ্য করে। পরে বিস্তারিত কথা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপনকে (লক্ষ্মীপুর) পার্টির সকল পদ-পদবি থেকে অব্যহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। চিঠিতে ২৭ ডিসেম্বর সই করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কুয়েতে অর্থ ও মানবপাচারের মামলায় কাজী শহিদুল ইসলাম পাপুলের সাজা হয়। এরপর পাপুলের এ শূন্য আসনে শিপন ২০২১ সালের ২১ জুনের উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হন। তবে আওয়ামী লীগ প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে ভোটে তিনি হেরে যান। শিপন রায়পুর উপজেলার সোনাপুরের বাসাবাড়ি এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু বলেন, শিপনকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানা নেই। তবে তিনি দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আসনটিতে আমাদের দলের প্রার্থীও রয়েছেন।

লক্ষ্মীপুর-২ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। আসনটিতে ১৩ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এখনে নৌকার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

কাজল কায়েস/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।