বান্দরবানে অস্ত্রসহ আটক ১
বান্দরবানের লামায় বন্দুকসহ লাংচিং অং ম্রো (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে লামার তাউপাড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবহিনী সদস্যরা ভোরে লাংচিং অং ম্রোর বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় লাংচিং অং ম্রো এর বাড়ি থেকে ১টি গাদা বন্দুক, ২০ গ্রাম লাল গান পাউডার, ৫০ গ্রাম কাল গান পাউডার, ২০টি দেশীয় ছোট বুলেট ও ৪টি বড় বুলেট উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হোসেন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/এসএস/এমএস