‘আর পারছি না’ বলে সরে দাঁড়ালেন লাঙ্গলের প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

দলীয় অসহযোগিতা ও সমন্বয়হীনতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন। তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির এ প্রার্থী বলেন, ‘এবারের ভোট কেমন হচ্ছে তাতো জানছেন। আমাদের পার্টির চেয়ারম্যান আর মহাসচিব আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না। কেবল মনোনয়ন দিয়েই ছেড়ে দিয়েছেন। দল থেকে নির্বাচনের খরচাপাতি দিচ্ছে না। তারা যে ২৬ জন আছেন সেটা নিয়েই ব্যস্ত।’

সোহরাব হোসেন বলেন, ‘আমরা ২৫৭ জন পড়েছি মহাবিপদে। এবারের ভোট অন্য রকম। টাকা ছাড়া কেউ কথা বলছে না। কোটি কোটি টাকা ওড়াচ্ছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা। সেখানে আমার যতটুকু ছিল খরচ করেছি। এখন আর পারছি না। তাই সরে দাঁড়ালাম।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে লড়ছেন ছয়জন।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।