নাটোরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরের দিকে বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি চলে যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে ভোরের দিকে নির্বাচনী ক্যাম্পটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের শামিয়ানাসহ টেবিল-চেয়ার পুড়ে যায়। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।