নোয়াখালী-২

প্রচারণার বিধিনিষেধ অমান্য, নৌকার ২ সমর্থকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে নিষিদ্ধ সময়ে প্রচারণা চালানোয় নৌকার দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সেনবাগের কাবিলপুর গ্রামের শামছুল আলমের ছেলে রবিউল আলম (২৭) ও ডোম্মাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ ইবনে কাউসার (২৬)। তাদের উভয়কে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময়ের পরও নৌকা প্রার্থীর দুই সমর্থক প্রচারণা চালানোয় তাদেরকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে একজন লিফলেট বিতরণ করছিলেন এবং অন্যজনের গায়ে নৌকা অংকিত টিশার্ট পরা ছিল।

নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম। কাঁচি মার্কা নিয়ে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।