সুনামগঞ্জের মধ্যনগরে ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টায় মধ্যনগর উপজেলার ২ নম্বর বংশীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোট কেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কি.মি. দূরত্বে অবস্থিত। যাতায়াত ব্যাবস্থা হিসেবে শুধুমাত্র মোটরসাইকেল ও নৌকা ব্যাবহৃত হয়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কম তৎপরতা থাকায় উক্ত ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।

jagonews24

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া জাগো নিউজকে জানান, আগুনে প্রাক প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়ে গেছে। আগুনের ধোঁয়ার কালো হয়ে গেছে দরজা জানালা। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

মধ্য নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি দূর্গম অঞ্চলে অবস্থিত। যেতে বেশ সময় লাগে। ওই কেন্দ্রে পাহারাদার ছিল। শনিবার রাতে ওই কেন্দ্রের পাহারাদার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্রামের লোকজন নিভিয়ে ফেলেন।

লিপসন আহমেদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।