নোয়াখালী

সহিংসতা নিয়ন্ত্রণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রোল রুম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

নির্বাচনে সহিংসতাসহ যে কোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য নোয়াখালী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত কন্ট্রোল রুমটি খোলা থাকবে।

শনিবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ কন্ট্রোল রুম খোলা থাকবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ, তথ্য জানা থাকলে কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিজ্ঞপ্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ভোটের দিন থেকে তিনদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে এ কন্ট্রোল রুম। যে কোনো তথ্য জানানো যাবে কন্ট্রোল রুমের নম্বরে।

নোয়াখালীর ছয়টি আসনে ৩৩ প্রার্থী রয়েছেন। এর মধ্যে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), ৩ (বেগমগঞ্জ) ও ৪ (সদস-সূবর্ণচর) আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী থাকায় নৌকার সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে ভোটাররা।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।