গাইবান্ধা-৩

নৌকার প্রার্থীর বাড়িতে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারস্থ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনে রাখা উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেটকারে ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমার বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের লোকজন। ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা ছোট ভাইয়ের প্রাইভেট কার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

JJ-(2).jpg

প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জাগো নিউজকে জানান, হঠাৎ করে ৫০/৬০ জনের একটি গ্রুপ হামলা চালায়। তাদের অধিকাংশদের মুখে ছিল মাস্ক-হেলমেট পড়া ছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শামীম সরকার শাহীন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।