নোয়াখালীতে ভোটকেন্দ্রের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৩২ এএম, ০৭ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

নোয়াখালীর সূবর্ণচরে ভোটকেন্দ্রের পাশে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।

রোববার (৭ জানুয়ারি) সকালে পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পূর্বপাশের পুকুরে পড়েছিল মরদেহটি।

হাজীপুর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কনস্টেবল করিমুল হক জাগো নিউজকে বলেন, সকালে কেন্দ্রের পূর্ব পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ইকবাল হোসেন মজনু/এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।