নোয়াখালী-৫

পঞ্চমবারের মতো এমপি হলেন ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

নোয়াখালী-৫ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) পেয়েছেন নয় হাজার ৭০২ ভোট, জাসদের প্রার্থী মকছুদের রহমান (মশাল) পেয়েছেন দুই হাজার ১৩২ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরীও পেয়েছেন দুই হাজার ১৩২ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) পেয়েছেন এক হাজার ৪৯৩ ভোট।

এ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ এক হাজার ২৩২টি। এরমধ্যে চার হাজার ৪৯৪ ভোট বাতিল হয়।

এখানে মোট ভোটার সংখ্যা চার লাখ চার হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ নয় হাজার ৬৯৩ জন, মহিলা এক লাখ ৯৫ হাজার ২৮৪ জন।

এ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।