সুনামগঞ্জ-২

সুরঞ্জিতপত্নীর কাছে হারলেন আইজিপির ভাই আব্দুল্লাহ আল মাহমুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:০৯ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী আইজিপির ভাই আব্দুল্লাহ আল মাহমুদকে তিনি ৯ হাজার ১০৩ ভোটে হারিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

জয়া সেনগুপ্তা ৬৭ হাজার ৭শ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আসনটির ১১১টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এমওএস/এএসএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।