চুয়াডাঙ্গায় টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত ছেলুন-টগর
চুয়াডাঙ্গায় টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও আলী আজগর টগর। ছেলুন চুয়াডাঙ্গা-১ ও টগর চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ৯৬ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮১টি। ভোট পড়েছে ৩৪ শতাংশ।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে এক লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি আলী আজগর। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮৪৪ ভোট। চুয়াডাঙ্গা-২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। ভোট পড়েছে ৩২ শতাংশ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টায় বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
হুসাইন মালিক/এসআর/এএসএম