সাংবাদিকদের নামে মামলা দেওয়া প্রার্থী জামানত হারিয়েছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৯ জানুয়ারি ২০২৪

‘ডামি প্রার্থী’ লেখায় সংক্ষুদ্ধ হয়ে সাংবাদিকদের নামে মামলা দেওয়া ফেনীর সেই প্রার্থী জামানত হারিয়েছেন। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৭ জনই জামানত হারিয়েছেন। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো তাদের। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য ৭ প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। এ তালিকায় রয়েছেন সেই স্বতন্ত্র প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের নির্বাচনে মোট ৫৬ শতাংশ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এ আসনে হ্যাটট্রিক বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট।

jagonews24

জামানত হারানো ৭ প্রার্থী হলেন- জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৫৮ ভোট, আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪৪৮ ভোট, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বটগাছ প্রতীকে পেয়েছেন ১৭০৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মোমবাতি প্রতীকে পেয়েছেন ১১৯০ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৭০২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৬২৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা ছড়ি প্রতীকে পেয়েছেন ৪০৮ ভোট। বিধি অনুযায়ী এই আসনের ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ভোটের আগে প্রত্যেক প্রার্থীকে ২০ হাজার টাকা করে জামানত রাখতে হয়। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বৈধভাবে প্রত্যাহারের সুযোগ নেই। কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হওয়ার পর সেই সুযোগ আর থাকে না।

এর আগে ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় পত্রিকায় ‘ফেনী-২ এ প্রার্থীতা ফিরে পেলো আ’লীগের ডামি প্রার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে আনোয়ারুল করিম ফারুক বাদী হয়ে পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রধান প্রতিবেদক আরিফ আজমের নাম উল্লেখ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে সাংবাদিকসহ সচেতন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। মামলা দায়েরের পর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর মধ্যস্থতায় সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়। এমপি-মেয়রের অনুরোধে বাদীপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত দরখাস্ত ও বাদীর বক্তব্য গ্রহণ করে আবেদন মঞ্জুর করেছেন। এরইমধ্যে সেটি প্রত্যাহার হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।