চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ডিউক আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক (৬৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি .... রাজেউন)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি।

জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সবশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই সাংবাদিক ও আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। টানা ১৮ বছর নেতৃত্ব দিয়েছেন জেলা কৃষক লীগের।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানানো হয়েছে।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি তার মেয়ে।

হুসাইন মালিক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।