চুয়াডাঙ্গায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামি বাজার এলাকায় দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জামজামি বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল ও ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

jagonews24

তিনি জানান, চুয়াডাঙ্গার জামজামি বাজারে মেসার্স মালিতা ফার্মেসিতে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়, একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রি করছিল।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা এবং মেসার্স আল্লারদান ফার্মেসি এর মালিক হেলাল উদ্দিনকে একই অপরাধে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

jagonews24

সজল আহম্মেদ আরও জানান, অভিযান শেষে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) রকিবের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

হুসাইন মালিক/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।