মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দক্ষিণ লালপুর এলাকায় নাটোরের বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহামড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৪২) এবং তার স্ত্রী আরবী বেগম (৩৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নওগাঁয় তাদের এক আত্মীয়ের মত্যু সংবাদ শুনে চান্দু মোল্লা স্ত্রীকে নিয়ে নছিমনে করে ট্রেন ধরার জন্য আজিমনগর রেল স্টেশনের উদ্দেশে রওনা দেন। পথে দক্ষিণ লালপুর পেট্রল পাম্পের কাছে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এত ঘটনাস্থলেই চান্দু মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা আহত আরবীকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।