নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নুরুল আমিনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নুরুল আমিন ওই এলাকার মমতাজ মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার নুরুল আমিন পেশায় একজন অটোরিকশাচালক। ২০১৭ সালে ফেনসিডিল বহনকালে ঢাকার মুগদা থানায় গ্রেফতার হয়ে তিনমাস জেল খাটেন। পরে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। আদালত তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেন।

র‌্যাব কমান্ডার মাহমুদুল হাসান আরও জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নুরুল আমিনের উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালায় র‌্যাব। পরে আইনগত ব্যবস্থার জন্য তাকে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।