ফরিদপুর

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন প্রসূতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪

ফরিদপুরে একসঙ্গে চার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বৈশাখী রায় (২৩) নামে প্রসূতি। শুক্রবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে তাদের জন্ম হয়।

বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে। তিনি রাজবাড়ীর রাজন বিশ্বাসের স্ত্রী।

এ বিষয়ে রাজন বিশ্বাস জানান, ২০১৯ সালে বৈশাখীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের বাবা হতে পেরে আমি আনন্দিত। চার বাচ্চাকে নিয়ে সুস্থভাবে বাড়ি যেতে পারলে সেটা হবে আমার জন্য সৌভাগ্যের।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, প্রসূতি বেশ রুগ্ন ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার শক্তি তার ছিল না। গর্ভধারণের ২৮ সপ্তাহে বাচ্চাগুলো জন্ম নিয়েছে। প্রতিটি বাচ্চার ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। মায়ের শরীর ভালো থাকলেও দুটি শিশুর অবস্থা খারাপ। এজন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।