বাড়ি ঢুকে গৃহবধূর হাত-মুখ বেঁধে পুকুরে ফেলে দিলেন প্রতিবেশী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:১২ এএম, ১৪ জানুয়ারি ২০২৪

নাটোরের বড়াইগ্রামে সোনিয়া খাতুন নামে এক গৃহবধূকে হাত ও মুখ বেঁধে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী মোমেনা বেগম, মেহেনাজ খাতুনসহ আরও কয়েকজন শ্রীরামপুর সরকারপাড়ার ফারুক মোল্লার স্ত্রী সোনিয়া খাতুনকে তাদের বাড়িতে ঢুকে হাত-মুখ বেঁধে ফেলেন। পরে হত্যার উদ্দেশ্যে সোনিয়াকে পাশের পুকুরে ফেলে দেন। এ সময় সোনিয়ার দুই সন্তানের চিৎকারে স্থানীয় লোকজন সোনিয়াকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।