ভোটার তালিকায় নাম না থাকা ১৩ আইনজীবীর মামলার আদেশ আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৫ জানুয়ারি ২০২৪

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় ১৩ আইনজীবীর দায়ের করা মামলায় রোববার (১৪ জানুয়ারি) শুনানি হয়েছে। যুগ্ম জেলা জজ আদালতের বিচারক খায়রুন নেছা শুনানি শেষে আজ সোমবার (১৫ জানুয়ারি) আদেশের তারিখ নির্ধারণ করেন।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি মাসের ২০ জানুয়ারি সমিতির ভোটগ্রহণের দিন ধার্য্য রয়েছে।

আমিনুল করিম মজুমদার জানান, রোববার তারা যুগ্ম জেলা জজ আদালতে শুনানিতে অংশ নিয়েছেন। সেখানে ১৩ জন আইনজীবীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সপক্ষে সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তসহ যুক্তি উপস্থাপন করেছেন। এর প্রেক্ষিতে আদালত আজ সোমবার আদেশের দিন ধার্য্য করেন।

তিনি আরও জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পর ১৩ জন আইনজীবী আদালতে অভিযোগ দিয়েছেন। তাদের বাদ দেওয়ার বিষয়টি ২০১৬ সালে সভাপতি জাহিদ হোসেন খসরু ও সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী নেতৃত্বাধীন সমিতির কার্যনির্বাহী কমিটির সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি কার্যকর করা হয়েছে। যা সমিতির গঠনতন্ত্রসহ নিয়ম মেনেই করা হয়েছে।

মামলায় বাদীপক্ষে আইনজীবী রয়েছেন আনোয়ারুল করিম ফারুক, আবু তাহের ও শফিউল আলম।

গত বুধবার ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী নির্বাহী পরিষদ ও বার কাউন্সিল সচিবকে বিবাদী করে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার বাদীরা হলেন- মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ মজুমদার, মিজানুর রহমান সেলিম, রায়হান উদ্দিন মামুন, এসএম আবুল মনসুর রানা, মো. আবদুল আহাদ ভূঞা, রবিউল হক ফরহাদ, আবদুল মালেক, সাইদুর রহমান রাব্বী, একরামুল হক ভূঁইয়া, সাইফুল্লাহ রাশেদ, শাহজালাল ভূঞা সবুজ ও আনোয়ারুল আজিম।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।