মেহেরপুরে আ.লীগের ২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


প্রকাশিত: ০৪:০২ এএম, ০৭ এপ্রিল ২০১৬

২৩ এপ্রিল ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে আ.লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী আবুল হাসেম ও আমিরুল ইসলাম তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও একই উপজেলার ৪ ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এরফলে আ.লীগের ৩ বিদ্রোহী এবং জামায়াতের এক প্রার্থীসহ মোট ১৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কবির উদ্দিন জানান, চেয়ারম্যান পদে ১৬ জনের মধ্যে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১৯০ জনের মধ্যে ২৯ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারকারী সদস্যরা হলেন, পিরোজপুর ১নং ওয়ার্ডের আশাদুল হক, ৪নং ওয়ার্ডের তারিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে ফজলুর রহমান, ৮ নং ওয়ার্ডে আশাদুজ্জামান, ৯নং ওয়ার্ডে আব্দুল আজিজ বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডে মোতালেব হোসেন, ৪নং ওয়ার্ডে গোলাম ফারুক, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ডে রিকো, ৯নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সাবুর, বুড়িপোতা ইউনিয়নের দৌলত উদ্দিন এবং ৩নং ওয়ার্ডে কাবিরুল ইসলাম।

আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আব্দুল কাদের, আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম, মকতব বিশ্বাস, ৫নং ওয়ার্ডে রমজান আলী, শুকুর আলী, সামছুল হক, ইউনুস আলী, হাবিবউল্লাহ, ৬নং ওয়ার্ডে জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ডে উজ্জল হোসেন, মোমিন, ৮নং ওয়ার্ডে নজরুল ইসলাম, তিতাস আলী এবং ৯নং ওয়ার্ডে সাহাবুদ্দিন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, মেহেরপুরের ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা সংক্রান্ত মামলার জটিলতার কারণে আমদহ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।