৭ কেজি রুপা ফেলে চোরাকারবারির ভোঁ-দৌড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৭ কেজি রুপা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ দেখে পালিয়ে যান ওই কারবারি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টহলদল দামুড়হুদা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় একব্যক্তি চুয়াডাঙ্গা অভিমুখে মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পুলিশ থামতে সংকেত দেয়। পরে ওই চোরাকারবারি অনটেস্ট মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে জনসম্মুখে ডিবি পুলিশ মোটরসাইকেলের ছিটের নিচ থেকে সাত কেজি রুপার গহনা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সাত কেজি রুপাসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।