যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়িতে বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়িতে স্ট্রোক করে মামুনুর রশিদ (৩৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে পেনসিলভেনিয়ায় যাত্রী নামিয়ে নিউইয়র্কে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের হাসমত উল্যাহ হাজী বাড়ির সফি উল্যাহর ছেলে।

যুক্তরাষ্ট্র প্রবাসী সোহাগ হোসেন জাগো নিউজকে বলেন, যাত্রী নামিয়ে ফেরার পথে গাড়িতে বমি করে অজ্ঞান হয়ে পড়েন মামুন। তাৎক্ষণিক তাকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রিয়াদ খান বলেন, আমরা তিন ভাই চার বোনের মধ্যে মামুন ভাই সবার বড়। তিনি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি আসার কথা ছিল। আমাদের সব শেষ হয়ে গেছে। মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম বলেন, মামুন দেশে এসে বিয়ে করার কথা ছিল। এর আগেই মামুন কফিনবন্দি হয়ে গেলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।