‘জব্বর শীত পড়ছে, সবকিছু টাটিয়ে যাচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

‘জব্বর (খুব) শীত পড়ছে। সবকিছু টাটিয়ে যাচ্ছে। সকাল-সন্ধ্যা কুয়াশা আর শীত। বেচাকিনা (বেচাকেনা) নেই। খুব কষ্টে আছি।’

এভাবেই কথাগুলো বলছিলেন চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড়ের চা দোকানি আশরাফুল ইসলাম। শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কমে গেছে বেচাকেনাও। এ অবস্থায় কষ্টে আছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা।

চুয়াডাঙ্গায় বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৭ শতাংশ।

Chua-(2).jpg

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উত্তরের হিমেল হাওয়ায় শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

কথা হয় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকার পুরোনো কাপড় বিক্রেতা হাবু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এবার শীতের শুরুতে বেচাকেনা তেমন ছিল না। তবে এখন বিক্রি বেড়েছে।’

শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

হুসাইন মালিক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।