দুই পা বিচ্ছিন্ন করে দেওয়া সেই প্লট ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

চাঁদা না দিয়ে মামলা করায় শিক্ষককে কুপিয়ে আহতের ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের মৃত্যু হয়।

বিকেলে আব্দুল মালেকের ছেলে মো. আমান উল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মালেক আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক।

আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেছেন, সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে প্রায় চাঁদা চায় স্থানীয় সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা প্লটে বসে মাদক সেবন শুরু করেন। এজন্য আব্দুল মালেক থানায় মামলা করেন। পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭-৮ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়।

তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় ৩০ ডিসেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন তার ছেলে মো. আমান উল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিরা পলাতক। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্লট ব্যবসায়ী সমিতির নেতা ও মাদরাসা শিক্ষক আব্দুল মালেক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনায় ইতোপূর্বে একজনকে গ্রেফতার করা হয়েছিল। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।