চুয়াডাঙ্গা

শীত-বৃষ্টিতে বন্ধ মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় খোলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় দুর্বিষহ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এর মধ্যে বৃষ্টিতে বয়স্ক ও শিশুরা কাহিল হয়ে পড়েছে। ঠান্ডার তীব্রতার মাঝে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়সমূহ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভোর পৌনে ছয়টা থেকে থেকে সকাল আটটা ১০ মিনিট পর্যন্ত জেলায় ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

jagonews24

নাম না প্রকাশ করে কয়েকজন অভিভাবক জানান, তীব্র শীতের কারণে বাচ্চারা ঘুম থেকে ওঠে না। কুয়াশার কারণে অনেক বাচ্চারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই সকালে স্কুল-কলেজ ও প্রাইভেট পড়তে যেতে অনেক কষ্ট হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে স্কুল বন্ধের নির্দেশনার জন্য বলা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। আমি জেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ৬০-৭০ শতাংশ।

jagonews24

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘শৈতপ্রবাহের কারণে বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে সম্ভাব্য পূর্বাভাস জেনে আলোচনা সাপেক্ষে সামনের সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জাগো নিউজকে জানান, আগামীতে বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ দুএকদিন মেঘলা থাকতে পারে। আগামী ২০ তারিখের পর থেকে জেলায় তাপমাত্রা কমতে পারে। এসময় মৃদু শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

হুসাইন মালিক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।