লামায় বন্য হাতির আক্রমণে নিহত ১
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্য হাতির আক্রমণে মো. ওসমান (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইদারনাসী ১নং রিপুজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বামহাতি ছড়ার এলাকার মো. শফির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে দেরি হয় ওসমানের। ভোরে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈকত দাশ/এআরএ/এবিএস