ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

মাদারীপুরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে কেএইচবি ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন খবরে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সদর উপজেলার মহিষেরচর এলাকার কেএইচবি ইটভাটায় জ্বালানী হিসেবে গাছপালা পোড়ানোর বিষয়টি সত্যতা পায়। কাঠ পোড়ানোর দায়ে ভাটা মালিককে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, পরিবেশের ক্ষতি করে ইটভাটায় কেউ কাঠ পোড়াতে পারবে না। এটা পরিবেশ অধিদপ্তরের আইন ও আদেশে বলা আছে। কেএইচবি ইটভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তারা নিয়ম না মেনেই গাছ কেটে ইটভাটায় জ্বালানী হিসেবে ব্যবহার করে আসছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।