দায়সারা সংস্কার কাজ চলছে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর-হরিণা সড়কে


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম-খুলনা মহাসড়কের অংশ ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে যাওয়া ভাটিয়ালপুর চৌরাস্তা- হরিণা ফেরিঘাট সড়ক সংস্কারের নামে তামাশা হচ্ছে।

নিম্নমানের কাজের কারণে কার্পেটিং করার কিছু সময় পরই তা উঠে গিয়ে পুরানো চেহারায় ফিরে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকি ছাড়াই তড়িঘড়ি করে দায়সারাভাবেই চলছে এই কাজ। নিম্নমানের কাজ দেখে ইতিপূর্বে কয়েকবার স্থানীয় লোকজন কাজ করার সময় বাধা প্রদান করে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা-হরিণা ফেরিঘাট সড়কটির ১২কিলোমিটারের মধ্যে ২.৮ কিলোমিটার সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কাজ পায় কুমিল্লা জেলার তোফায়েল আহাম্মেদ নামে এক ঠিকাদার।

road-pic

সরজমিনে গিয়ে দেখা যায়, দ্রুতগতিতে ওই সড়কটি ক`জন নারী শ্রমিক দিয়ে বিভিন্ন গর্তে কিছু ইটবালু ফেলে তাতে বিটুমিন ছিটিয়ে রোলার মেশিন চালিয়ে তাৎক্ষণিক কার্পেটিং শেষে বালু ছিটিয়ে চলছে কাজ। কাজের সিডিউল মতো এই কাজ হচ্ছে না বলে একাধিক ঠিকাদার নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন। শুধু তাই নয়, নিম্নমানের এই কাজের প্রতি সন্তুষ্ট নন সড়ক ও জনপথের ওয়ার্ক অ্যাসিস্টেন্ট শফিকুর রহমান।

এলাকার ক্ষুব্ধ মাসুদ আলম, মিজানুর রহমান, নেয়ামত হোসেন ও  রফিকসহ বেশ ক`জন জানান, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে শরিয়তপুর, খুলনা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে শ` শ` ট্রাক ও বাসসহ ভারী যানবাহন চলাচল করছে।

যোগাযোগ করা হলে সড়ক ও জনপথের ওয়ার্ক অ্যাসিস্টেন্ট শফিকুর রহমান এই কাজের ঠিকাদারের পক্ষে সাফাই গিয়ে মুঠোফোনে সংবাদকর্মীদের জানান, উক্ত কাজে ঠিকাদারের তেমন লাভ হবে না। কাজের মান খারাপ দেখে দুদিন কাজ বন্ধ রাখা হয়েছে। কাজে লাভ না হলে তড়িঘড়ি এই কাজ করছে কেনো এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, লটারির মাধ্যমে পাওয়া কাজটি ঠিকাদার তোফায়েল না করলে তার লাইসেন্স কালো তালিকাভুক্ত কিংবা বাতিল হতে পারে।

road-pic

এ দিকে উক্ত কাজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার বলেন, সড়কটি সংস্কারের নামে নিম্নমানের কাজ হওয়ার বিষয়টি এলাকার স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি।

এ ব্যাপারে বক্তব্য নিতে ঠিকাদার তোফায়েলের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে  ঠিকাদারের ভাতিজা তরিকুল ইসলাম কাজটি তদারকি করছেন বলে জানা গেছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।