মাদরাসা সভাপতির মারধরে হাসপাতালে শিক্ষক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

যশোরের শার্শায় আলিমুজ্জামান (৫০) নামের এক মাদরাসাশিক্ষককে মারধরে জখম করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতি ও তার লোকজনের বিরুদ্ধে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার লাউতাড়া রাবেতাতুল উলুম দাখিল মাদরাসার সুপারের কক্ষে সভা চলাকালীন এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলিমুজ্জামানকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষকের পরিবার জানায়, মাদরাসার দাতা সদস্য আলিমুজ্জামান প্রতিষ্ঠাকাল থেকে চাকরি করে আসছেন। রোববার দুপুরে মাদরাসা সুপারের কক্ষে পরিচালনা পরিষদের সভা চলাকালীন নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের সভাপতি আকরাম হোসেন ও তার লোকজন আলিমুজ্জামানকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষক আলিমুজ্জামান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মাদরাসা সুপার ওবাইদুর রহমান বলেন, আহত শিক্ষক আলিমুজ্জামান হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফেরার পর বিষয়টি সুরাহা করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, শিক্ষককে মারধরের ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।