ঝিকরগাছায় পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

 

যশোরের ঝিকরগাছায় ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) ভোরের দিকে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুইজনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন মোহব্বত শেখ (৪৮), আকলিমা বেগম( ৩৮), শাহানাজ পারভীন (৩৫), ইরানী খাতুন, রিনা (৩৯), রাশিদা বেগম (৩২), মশিয়ার রহমান বিশ্বাস (৩৪), জুয়েল রানা, (৪২), রনজু মিয়া (৪৫), আশরাফুল ইসলাম (৩৮), আজিজুর রহমান ( ৩৮), রাব্বী (৩২), আমির হোসেন (৪৫), আরিফুর রহমান বাপ্পি(৩৫), শওকত আলী (৬০) ও নূর বক্স (৫৬)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, পুলিশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে। এদের বাড়ি ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়। এ সময় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আরও দুইজনকে আটক করা হয়। আটক আসামিদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।