চাঁদপুরে অনিবন্ধিত দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

চাঁদপুরের শাহরাস্তিতে অনিবন্ধিত দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজার ও আয়নাতলী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গ্রিনভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ভিআইপি কন্সাল্টেশন সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। ওই সময় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন বলেন, নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোনো হাসপাতাল চলতে পারে না। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে পুরো উপজেলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ফায়দুল্যা মিঞা, শাহরাস্তি থানার এসআই মো. আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।