চাল নিয়ে বাড়ি ফেরা হলো না মুন্নার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জানুৃযারি) বিকেলে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে। তিনি দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের বাবা আব্দুল মোমিন জানান, বিকেল ৪টার দিকে মুন্না বাজার থেকে তিন কেজি চাল নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। পথে দামুড়হুদা- কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখিভ্যানের (শ্যালো ইঞ্জিন চালিত) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর আছড়ে পড়ে মারাত্মকভাবে আহত হন মুন্না।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদীতে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হুসাইন মালিক/এসআর/এমএস