অবশেষে বন্ধ হলো খুলনার প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৪

তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৪ ডিগ্রিতে। এটাই এ বছর খুলনার সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশা আর হীম ঠান্ডায় খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধসহ সবার অবস্থা নাজেহাল। সবচেয়ে বেশি নাকাল হতে হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের। হিমশীতল ঠান্ডার মধ্যেও সকালে ছুটতে হচ্ছে স্কুলে। স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ভোগে পড়ছেন অভিভাবকরাও।

এ অবস্থায় তাপমাত্রা ১০ এর নিচে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনার সকল প্রাইমারি স্কুল। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটিশ জারি করেছেন।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলনা জেলায় তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৯ দশমিক ৪ হলেও শীতের তীব্রতা আরও বেশি। এই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয় বন্ধ করা হবে বলে মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষকরা। আপাতত ক্লাস শুরুর সময় পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

jagonews24

তবে অভিভাবকরা বলছেন, তীব্র এই শীতে সকালে সন্তানদের স্কুলে আনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

মঙ্গলবার সকালে নগরীর বেশকয়েকটি স্কুলে গিয়ে দেখা যায়, সেখানকার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো সকালেই বন্ধ করা হয়েছে।

নগরীর টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, গত কয়েকদিন শীতের কারণে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম। স্কুল বন্ধের কোনো নির্দেশনা না থাকায় সোমবারও স্কুল খোলা রাখা হয়েছিল, তবে আজ বন্ধ করা হয়েছে।

এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ফারহান আলমের মা ফারজানা আফরোজ বলেন, নতুন কারিকুলামে ক্লাস মিস দিলে সমস্যা। তাই প্রচণ্ড শীতের মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে হচ্ছে। ভোরে শীতের মধ্যে স্কুলে আসা বাচ্চাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের প্রথম শিফট সকাল সাড়ে সাতটায় শুরু হয়। কিন্তু শীতের কারণে আমরা কিছুটা বিলম্বে ক্লাস শুরু করছি। শীতের তীব্রতা আরও বাড়লে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, আজ মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আগামীকালও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আলমগীর হান্নান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।