মাদক পরিহারের শপথ নিলেন ৫০০ কয়েদি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

নোয়াখালী জেলা কারাগারের ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সভায় তারা এ শপথ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এতে কারাগার থাকা ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ করেন।

সভাপ্রধান হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অজিত দেব।

মাদক পরিহারের শপথ নিলেন কারাগারের ৫০০ বন্দি

সভায় নোয়াখালী জেল সুপার গোলাম দস্তগীরের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলার মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, জেলায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান, মাদকের বিস্তাররোধে বিভিন্ন কার্যক্রম ও সভা-সমাবেশ করে আসছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।