চাঁদপুর

জব্দ ২৬০০ কেজি জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

চাঁদপুরে দুই হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের পুরান বাজার ও নতুন বাজার ব্রিজের ওপর থেকে এসব জাটকা জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের ওপর থেকে ১০টি সিএনজি হতে দুইহাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জব্দ ২৬০০ কেজি জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুর সদর উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এমএসআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।