চুয়াডাঙ্গায় মাটি বিক্রির অপরাধে দুজনকে লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদী থেকে মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানা জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথী মিত্র।

আদালত সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভৈরব নদীর মাটি উত্তোলন ও মাটি কেটে বিক্রি করায় জমির মালিক জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা, ট্রাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র জানান, কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
হুসাইন মালিক/আরএইচ/এমএস