চাঁদপুরে চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার মালিকের এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত অভিযান চালিয় এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক।

তিনি জানান, হাজীগঞ্জ বাজারের পপুলার ল্যাব অ্যান্ড জেনারেল হাসপাতাল নার্স সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা, ভিআইপি হাসপাতালকে ৪০ হাজার টাকা, নিশাত হসপিটালকে ৪০ হাজার টাকা, আল রাজি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমিজ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলন।

এর আগে মঙ্গলবার অভিযানে ১০টি হাসপাতাল ও এ ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।