প্রসবের পর সন্তানকে হাসপাতালে রেখে উধাও মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাপিয়া খাতুন নামের এক নারী কন্যাসন্তান প্রসব করেছেন। পরে সন্তানকে অন্য এক রোগীর স্বজনদের কাছে রেখে উধাও হয়ে গেছেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর নবজাতকের মাকে না পেয়ে নবজাতক নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দারস্থ হন রোগীর স্বজনরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতালের রেজিস্টারের তথ্য অনুযায়ী, পাপিয়া খাতুন (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী। এ ঘটনার পর ওই নারীর সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে হাসপাতালে আসেন পাপিয়া খাতুন। চিকিৎসক তাকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠান। সেখানেই নার্স-চিকিৎসকের সহযোগিতায় একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এর কিছুক্ষণ পর কৌশলে তিনিসহ তার স্বজনরা নবজাতক রেখে চলে যান।

বর্তমানে শিশুটি সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ওই নারীকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে পেলেই বিস্তারিত ঘটনা জানা যাবে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।