বিয়ের প্রলোভনে কিশোরীকে তুলে নিয়ে একমাস আটকে রেখে ধর্ষণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) একমাস আটকে রেখে ধর্ষণের দায়ে সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ছাত্রীর মায়ের (৩৬) দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার সৌরভ হোসেন আলিফ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মামলা ও গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ছাত্রীর মায়ের মামলা দায়েরের সঙ্গে সঙ্গে রাতেই আসামি আলিফকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বাদী স্কুলছাত্রীর মা জাগো নিউজকে বলেন, আমার মেয়ে উত্তর চরকাঁকড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আসামি আলিফ তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় এক মাস ছয়দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মেয়েকে বাড়ি পাঠালে সে বিস্তারিত জানায়। রাতে থানায় অভিযোগ দায়ের করি।
আদালতের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, ধর্ষণ মামলার আসামি সৌরভ হোসেন আলিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম