ভৈরবে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চক বাজারে শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চক বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ তাদের সহযোগিতা করে।

jagonews24

অভিযানের সময় দেখা যায়, শিশু খাদ্যের দোকানগুলোতে সাজানো শিশুদের নানা ধরনের লোভনীয় খাবার। চকলেট, চানাচুর, আচার, বিভিন্ন ধরনের বিস্কুটসহ হরেক রকমের শিশু খাদ্য সাজিয়ে রাখেন দোকানিরা। এর মধ্যে অধিকাংশ খাদ্যদ্রব্যের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এমনকি সরকার কর্তৃক নিষিদ্ধ শিশু খাদ্যদ্রব্যও রয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য জব্দ করেন। এছাড়া অনুমতি ছাড়া এসব শিশু খাদ্য বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করে।

এ কিষয়ে হৃদয় রঞ্জন বণিক জাগো নিউজকে জানান, ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান পরিচালনা
করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এনআইবি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।