নড়াইলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পূর্ব সহিংসতায় ১ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি শহীদ আলী (৪০) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নিহত শহীদ আলী জয়নগর গ্রামের কালা মিয়া শেখের ছেলে এবং জয়নগর ইউপি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন চৌধুরী পক্ষের সমর্থক। এছাড়া এ ঘটনায় নিহত শহীদ আলীর ভাই মনিরুলকে (৩৫) কুপিয়ে জখম করাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
হাফিজুল নিলু/একে